নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আজ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে যাবে হাওড়া-বর্ধমান শাখা। ১১ দিন হাওড়া-বর্ধমানের মেন এবং কর্ড লাইন হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন চলবে। বাতিল করা হয়েছে প্রচুর লোকাল ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
কিন্তু কেন এই সিদ্ধান্ত রেলের ?
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া বর্ধমান শাখার রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজ চলবে। প্রি নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইন, মেন লাইন এবং রিভার্স লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ১ ঘন্টা থেকে ১৫ ঘন্টা পর্যন্ত হতে পারে সেই ট্রাফিক ও পাওয়ারের ব্লক। সেই কারণেই ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে যাচ্ছে হাওড়া বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা।